লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষদিন রোববার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ওইসব প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
এদের মধ্যে মেয়র পদে ছয়জন, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৮ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী রয়েছেন।উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার কাজী হেকমত আলী বিষয়টি নিশ্চিত করেন।
২৬ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন। ১৪ ফেব্রুয়ারি ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’
মেয়র পদে আওয়ামীলীগের এম মেজবাহ উদ্দিন মেজু, বিএনপির সাহেদ আলী পটু, জাতীয় পার্টির মো. আলমগীর হোসেন, আসলামী আন্দোলনের আব্দুর রহিম এবং স্বতন্ত্র প্রার্থী আবি আব্দুল্লাহ ও মো. জামাল উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেছেন।
কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে তিনজন, ২ নম্বর ওয়ার্ডে চারজন, ৩ নম্বর ওয়ার্ডে দুইজন, ৪ নম্বর ওয়ার্ডে তিনজন, ৫ নম্বর ওয়ার্ডে তিনজন, ৬ নম্বর ওয়ার্ডে সাতজন, ৭ নম্বর ওয়ার্ডে ছয়জন, ৮ নম্বর ওয়ার্ডে ছয়জন ও ৯ নম্বর ওয়ার্ডে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড থেকে চারজন, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড থেকে পাঁচজন এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড থেকে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে তিনি জানান।
0Share