বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূণ্য ঘোষণা করার জন্য একটি চিঠি প্রদান করেছে স্থানীয় সরকার বিভাগ। ১৪ জানুয়ারি তারিখে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোঃ আবু জাফর রিপন স্বাক্ষরিত একটি চিঠিতে রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে গেজেট বিজ্ঞপ্তি জারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।
চেয়ারম্যান পদে দায়িত্বরত ছিলেন বশির আহম্মেদ মানিক। তার বিরুদ্ধে উক্ত ইউনিয়ন পরিষদের ১০জন ইউপি সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেন।
ইউপি সদস্যদের অনাস্থার প্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোনাজের রশিদকে তদন্ত দেয়ার পর অনাস্থা প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে গোপন ব্যালটে ভোট গ্রহণ করা হয়। গোপন ভোটে অনাস্থা প্রস্তাবের পক্ষে ১০ ভোট পড়ে।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা জানান, আমি অফিসিয়ালি কোন চিঠি এখনো হাতে পাইনি। চিঠি পাওয়ার পর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
0Share