লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ভোট শনিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। আগের পদ্ধতিতেই এ পৌরসভার ভোট হবে বলে জানিয়েছেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবু তাহের। নির্বাচনে মেয়র পদে ৪ এবং বিভিন্ন কাউন্সিলর পদে ৬৭ জন প্রার্থী রয়েছেন।
মেয়র পদে আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকে রয়েছেন আবুল খায়ের পাটোয়ারী, বিএনপি সমর্থিত ধানেরশীষ প্রতীকে অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু, জাতীয়পার্টি সমর্থিত লাঙ্গল প্রতীকে হাজী মোঃ মহসিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাতপাখার প্রার্থী আলহাজ মোঃ জাকির হোসেন দেওয়ান।
এবারের নির্বাচনে মোট ভোটার রয়েছে ৩৬ হাজার ৪শ ১৯ জন। যার মধ্যে মহিলা ভোটার ১৭ হাজার ৯শ ৩৭ জন। ১৯৯১ সালে রামগঞ্জ পৌরসভা গঠিত হয়।
0Share