দিন ভর নানা সহিংসতার মাঝে রামগঞ্জ পৌরসভার ভোটগণনা শেষে বেসরকারিভাবে বিজয়ী মেয়র ও কাউন্সিলরদের নাম ঘোষণা করা হয়েছে। ১৬ হাজার ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা অডিটোরিয়াম থেকে এ ফলাফল ঘোষণা করেন রামগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু তাহের। আওয়ামী লীগ প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি থেকে অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্ছু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৮০ ভোট।
এছাড়াও জাতীয় পাটি থেকে লাঙ্গল প্রতীকে হাজী মো. মহশিন পেয়েছেন ২৬৬ ভোট, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী জাকির হোসেন দেওয়ান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬৭২ ভোট।
সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর (সোনাপুর) ওয়ার্ডে মোঃ ফয়সাল মাল, ২ নম্বর (বাঁশঘর) ওয়ার্ডে আবু সুফিয়ান ভূইয়া, ৩ নম্বর (রতনপুর-আউগানখীল) ওয়ার্ডে রাশেদ আলম, ৪ নম্বর (কলচমা)ওয়ার্ডে মনির হোসেন, ৫ নম্বর(নন্দনপুর-সাতারপাড়া) ওয়ার্ডে দেলোয়ার হোসেন, ৬ নম্বর(কাজিরখীল) ওয়ার্ডে মামুন আখন্দ,৭নম্বর (আঙ্গারপাড়া)ওয়ার্ডে মেহেদী হাসান সুভ, ৮নম্বর(টামটা)ওয়ার্ডে সহিদ উল্যা,৯ নম্বর(শ্রীপুর-অভিরামপুর)ওয়ার্ডে মেহেদী হাসান সুমন নির্বাচিত হয়েছেন।
0Share