রায়পুরের মেয়র হিসেবে নির্বাচিত হই তাহলে রায়পুর ডাকাতিয়া নদীর দখল মুক্ত করবো। দূষণ আর দখলে ঐতিহ্য হারাতে বসেছে লক্ষ্মীপুরের ডাকাতিয়া নদী। এক সময়ের খরস্রোতা এই নদীতে এখন নেই স্রোত । লঞ্চ, কার্গো তো দূরের কথা ডিঙি নৌকাও চলে না। অথচ এক সময় ঢাকা ও দেশের বিভিন্ন বন্দর থেকে যাত্রীবাহী লঞ্চ ও মালবাহী কার্গো আসতো এ নদী দিয়ে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর পৌর আওয়ামী লীগ কতৃক আয়োজিত এক নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে গিয়ে এমন আবেগী প্রতিশ্র্রুতি দেন মেয়র প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট।
এসময় তিনি আরো বলেন, ডাকাতিয়া নদীর ৭৭ একর জমি প্রভাবশালীদের দখলে রয়েছে। তারা নদীতে ২০-২৫টি বাঁশের বাঁধ দিয়ে মাছ চাষ করছে। এছাড়া অবৈধভাবে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেছে। বাঁধের কারণে কচুরিপানাসহ বিভিন্ন ময়লা-আবর্জনা জমে দূষিত হচ্ছে নদীর পানি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড.নুর উদ্দিন চৌধুরী নয়ন এবং নৌকা মনোনীত প্রার্থী গিয়াসউদ্দিন রুবেল ভাটের সমর্থনে জেলা বিএনপির সাবেক নেতা ও সাবেক এমপি প্রার্থী আবুল ফয়েজ ভূইয়া টিটু ছিলেন বিশেষ অতিথি।
0Share