প্রথম ধাপে লক্ষ্মীপুরের রামগতি এবং কমলনগরের ৭টি ইউনিয়ন পরিষদে (ইউপি)’র ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মোহাম্মদ হুমায়ুর কবীর খোন্দকার।
ইউনিয়ন গুলো হচ্ছে, কমলনগরের চর ফলকন, চর জাঙ্গালিয়া, তোরাবগঞ্জ ও রামগতি উপজেলার চর বাদাম, চর পোড়াগাছা, চর রমিজ, চর গাজি।
তফসিল ঘোষণা করা হবে মার্চের প্রথম সপ্তাহে। কেননা, ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকা চূড়ান্ত করার পর তফসিল ঘোষণা করা হবে।
এর মধ্যে কমলনগরের চর ফলকনের মেয়াদ শেষ হবে চলতি বছরের ১১ মে , চর জাঙ্গালিয়ার মেয়াদ শেষ হবে ১৪ মে এবং তোরাবগঞ্জ ইউনিয়নের মেয়াদ শেষ হবে ১৫ মে। উক্ত তিনটি ইউনিয়নে ভোট হয়েছিল, ২০১৬ সালের ২২ মার্চ।
অন্যদিকে রামগতির চর বাদামের মেয়াদ শেষ হবে ১৫ মে, চর পোড়াগাছার ৩০ মে। তবে চর রমিজ ও চর গাজির মেয়াদ শেষ হয়েছিল গত বছরের ৪ নভেম্বর তারিখে।
0Share