লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগের প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট (নৌকা)। তিনি পেয়েছেন,৮ হাজার ৪শ ২ ভোট। বিএনপির প্রার্থী এবিএম জিলানী (ধানের শীষ) ১ হাজার ৪শ ৪১ ভোট । রোববার (২৮ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা নাজিম উদ্দিন উপজেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে জামায়াত সমর্থিত মনির আহমেদ (মোবাইলফোন), ইসলামী আন্দোলনের আবদুল খালেক (হাতপাখা), নাসির উদ্দিন সগির (জগ), মাসুদ উদ্দিন (নারিকেল গাছ) প্রতিদ্বন্দ্বিতা করেন।
কাউন্সিলর পদে নির্বাচিত হলেন ১ নম্বর ওয়ার্ডে আবু নাছের বাবু, ২ নম্বর ওয়ার্ডে মাহবুবুর রহমান রিজভি, ৩ নম্বর ওয়ার্ডে মো. ইউছুফ মিয়া, ৪ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন বাহার, ৫ নম্বর ওয়ার্ডে জাকির হোসেন নোমান, ৬ নম্বর ওয়ার্ডে আইনুল কবির মনির, ৭ নম্বর ওয়ার্ডে মেহেদী হাসান শিশির পাঠান, ৮ নম্বর ওয়ার্ডে আবুল হোসেন সর্দার ও ৯ নম্বর ওয়ার্ডে রুবেল প্রাধানিয়া।
সংরক্ষিত কাউন্সিলর পদে নাজমা আরা মনি, ফেরদৌসী আরা স্বপ্না ও শামছুন নাহার লিলি নির্বাচিত হয়েছেন।
0Share