লক্ষীপুর কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়নের সীমানা নির্ধারণের জটিলতা নিরসনে হাইকোর্ট রুল জারি করেছে। এতে ওই ইউনিয়নের আসন্ন ইউপি নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে। উক্ত ইউনিয়নের ৯ নং ওর্য়াডের নদী ভাঙ্গনের শিকার ১শ৫২ ভোটার ও নাগরিকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার( ৯ মার্চ) মহামান্য হাইকোর্টের বিচারপতি মো: মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি কামরুল হোছাইন মোল্লার দ্বৈত বেঞ্চ এ আদেশ জারি করে।
বাদীদের পক্ষের রিট শুনানিতে অংশ নেয় ব্যারিস্টার বদরুদ্দৌজা বাদল, এডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ, এডভোকেট আবদুস সাত্তার পলোয়ান। ব্যারিস্টার বদরুদ্দৌজা বাদল এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় সরকার পক্ষে এর্টনি ছিলেন, নওরোজ মোহাম্মদ রাসেল চৌধুরী।
মহামান্য হাইকোর্ট স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিব, ভূমি মন্ত্রনালয়ের সচিব, লক্ষ্মীপুর জেলা প্রশাসক, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, কমলনগর উপজেলা ভূমি কর্মকর্তা ও চর ফলকন ইউনিয়নের চেয়ারম্যানকে আগামী ৬০ দিনের মধ্যে সীমানা নির্ধারণের বিষয়ে পদক্ষেপ গ্রহনের নির্দেশ দিয়েছে।
আবেদনকারীগণ রিটে উল্লেখ করেন, মেঘনা নদীর অব্যাহত ভাঙ্গনে চর ফলকন ইউনিয়নের ৯ নং ওর্য়াড পুরোপুরি বিলীন হয়ে গেছে। অন্যদিকে ৩, ৭, ৮ নং ওর্য়াডের বেশিরভাগ এলাকা নদীতে বিলীন। এমতাবস্থায় উক্ত ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হলে তারা ভোটাধিকারসহ নাগরিক সুবিধা পাবেন না। রিটকারীগণ এর আগে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট শাখা বরাবর আবেদনও করেছিলেন।
0Share