লক্ষ্মীপুরের কমলনগরের চরফলকন ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক সাজ্জাদুর রহমান।
বুধবার (১৭ মার্চ) দুপুরে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিকের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ ইউনিয়নের চরফলকন এলাকার হাজি আলী আহাম্মদ মিয়ার ছেলে। দৈনিক যুগান্তর প্রতিনিধি সাজ্জাদ কমলনগর প্রেসক্লাবের উপদেষ্টা এবং কমলনগর ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে ছিলেন, দৈনিক যুগান্তর ও এনটিভির জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, কমলনগর প্রেসক্লাবের সভাপতি এমএ মজিদ, সমাজসেবক মো. শাহে আলম মো.রায়হান, মোহাম্মদ আজাদ উদ্দিন ও আবুল কালাম আবুসহ প্রমুখ।
মনোনয়নপত্র জমাদান শেষে সাজ্জাদুর রহমান বলেন, ফলকনের মানুষ বরাবরই অবহেলিত। নদীভাঙন ও দারিদ্রের সাথে লড়াই করে তারা বেঁচে আছেন। মেঘনা নদী ও কৃষি নির্ভর অবহেলিত এলাকার মানুষের সেবা করার উদ্দেশ্য নিয়ে নির্বাচনে প্রার্থী হচ্ছি। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। এছাড়াও যতটুকু পারি উন্নয়নের পাশাপাশি নদী ভাঙন কবলিত ও ভাঙন রোধে কাজ করবো। পরিশেষে, সবাই যেন তার জন্য দোয়া করেন। তিনি যেন নির্বাচিত হতে পারেন, সেই প্রত্যাশা রাখেন।
প্রসঙ্গত, দেশের আসন্ন ইউনিয়ন পরিষদের ৩৭১ টি নির্বাচনে লক্ষ্মীপুরের কমলনগরে ৩ টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
0Share