সোমবার শপথ নেবেন লক্ষ্মীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। রোববার (২৭ জুন) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব ছুমিয়া খানম এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করেন।
চিঠিতে রাজধানীর শেরেবাংলা নগরের সংসদ ভবনের পূর্ব ব্লকের (নিচতলায়) প্রথম লেভেলের শপথ কক্ষে বিকেল সাড়ে ৪টায় তাকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
এর আগে ২১ জুন (সোমবার) লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জেলা কমিটির সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের সঙ্গে জাতীয় পার্টি (জাপা) কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ ফায়িজ উল্যাহ প্রতিদ্বন্দ্বিতা করেন। বিপুল ভোটে নয়ন বেসরকারিভাবে নির্বাচিত হন। অন্যদিকে জামানত হারান জাপা প্রার্থী শিপন।
প্রসঙ্গত, এ আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের মানব ও অর্থপাচারের অভিযোগে কুয়েতে কারা ও অর্থদণ্ড হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।
0Share