শপথ নিয়েছেন লক্ষ্মীপুর-২ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের প্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়ন। সোমবার (২৮ জুন) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।
সংসদের শপথ কক্ষে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।শপথ গ্রহণ শেষে নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার , চিফ হুইপ , হুইপগণ , লক্ষ্মীপুর-৩ (সদরের) সাংসদ শাহজাহান কামাল , লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) সাংসদ ড: আনোয়ার হোসেন খান, লক্ষ্মীপুরের আওয়ামীলীগ সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু ও রায়পুর উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ প্রমূখ ।
শপথ গ্রহণ শেষে নেতা-কর্মীদের নিয়ে ধানমন্ডি-৩২ নাম্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সাংসদ নুর উদ্দিন চৌধুরী নয়ন।
লক্ষ্মীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী শহিদ ইসলাম পাপুল গত বছরের ৬ জুন কুয়েতে ঘুষ কেলেঙ্কারি ও মানবপাচার মামলায় গ্রেফতার হন। পরে কুয়েতের আদালত তাকে সাত বছর কারাদণ্ড দেন। এতে আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচন দেয়া হয়।
২১ জুন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়ন এক লাখ ২২ হাজার ৫৪৭ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) প্রার্থী শেখ ফায়েজ উল্যাহ শিপন পেয়েছিলেন এক হাজার ৮৮৬ ভোট। নয়ন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিপন কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য।
0Share