লক্ষ্মীপুরের কমলনগর ওরামগতি উপজেলার উপজেলার চর লরেন্স, চর মার্টিন, চর কাদিরা এব্ং রামগতির চরগাজী ইউনিয়নে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৭০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। রোববার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন বিকেল ৫টায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে নিশ্চিত করেছেন। এর মধ্যে কমলনগর উপজেলার তিনটি ইউনিয়নে ১৯৯টি এবং রামগতি উপজেলাার চরগাজী ইউনিয়নে ৭১টি মনোনয়নপত্র রয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়. চর লরেন্স ইউনিয়নে চেয়ারম্যান পদে ২জন, সদস্য পদে ৩৫ জন ও মহিলা সদস্য পদে ১৪ জন। চর মার্টিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন, সদস্য ৪৭ ও মহিলা সদস্য ১৪ জন। চর কাদিরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৯জন, সদস্য ৫২ ও মহিলা সদস্য ১৫জন প্রার্থী হয়েছেন।
রামগতি উপজেলার চর গাজী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬, সদস্য পদে ৫২ এবং সংরক্ষিত সদস্য পদে ১৩জন প্রার্থী রয়েছেন। ২১ অক্টোবর মনোনয়নপত্র বাছাই এবং ২৮ অক্টোবর তারিখে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।
আগামি ১১ নভেম্বর ২য় দফা নির্বাচনে কমলনগরের ৩ ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।
0Share