লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৭০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গত শনিবার বিকেলে পৌর আওয়ামী লীগের সভাপতি শাহেদ পারভেজ বাদী হয়ে রামগতি থানায় এ মামলা করেন। আটক জামাল উদ্দিন ও দিদার খন্দকারকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে লক্ষ্মীপুর আদালতে পাঠানো হয়।
আদালত তাঁদের জেলহাজতে পাঠিয়ে দেন। মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও পৌর কাউন্সিলর দিদার খন্দকারসহ ৫০ জনের নাম উল্লেখ করে আরও ১২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় ৫০ জনের নামসহ ১৭০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় আটক দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।
উল্লেখ্য, মহান স্বাধীনতা দিবসে উপজেলার আলেকজান্ডার বাজারে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় এ মামলা করা হয়। আওয়ামী লীগ ও বিএনপির নেতা কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় প্রায় ৪৫ জন আহত হন।
0Share