লক্ষ্মীপুরের তিন ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৭ জুলাই (বুধবার) অনুষ্ঠিত হবে। রামগতি উপজেলার বড়খেরী ও দ্বীপ চর আবদুল্লাহ ইউনিয়ন এবং সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন এবং সদস্য পদে ৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা শেষ হয়েছে সোমবার (২৫ জুলাই) মধ্যরাতে।
চর আবদুল্লাহ:
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রামগতির চর আবদুল্লাহ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েছেন মো. কামাল উদ্দিন। স্বতন্ত্র হিসেবে আনারস প্রতীকে প্রার্থী হয়েছেন মো. বেলাল হোসেন। এ ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী ৭ জন এবং সাধারণ সদস্য প্রার্থী ২০ জন। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৬ হাজার ৯৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৪৩৪ এবং নারী ভোটার সংখ্যা ৩ হাজার ৫০৩ জন। মোট ৯ টি ভোট কেন্দ্রের মধ্যে অস্থায়ী কেন্দ্র ৩ টি।
বড়খেরী
বড়খেরী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ২ জন। তাদের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী মো. হাসান মাকসুদ মিজান। স্বতন্ত্র হিসেবে চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন মো. আবদুল খালেক মাসুদ। এ ইউনিয়নে একটি অস্থায়ী ভোট কেন্দ্রসহ ৯ টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ১১ হাজার ৩৬১ জন। এরমধ্যে পুরুষ ৫ হাজার ৮৫৯ এবং নারী ভোটার ৫ হাজার ৫০২ জন।
দিঘলী:
অন্যদিকে, দিঘলী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন সালাউদ্দিন চৌধুরী জাবেদ। স্বতন্ত্র হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে মাঠে আছেন মো. আলতাফ হোসেন। এ ইউনিয়নে ১০ টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৯৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ১৯৪ এবং নারী ভোটার ৯ হাজার ৭৬৩ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ৩ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। সদর উপজেলার দিঘলী ও রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে এবং চর আবদুল্লাহ ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
0Share