লক্ষ্মীপুর: ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে জাল ভোট প্রদান, কেন্দ্র দখল, ব্যালট বাক্স ও ব্যালট পেপার জালিয়ে দেয়ার ঘটনায় স্থগিতকৃত ২১ কেন্দ্রে আগামি ১৬ জানুয়ারি আবারও নির্বাচন উপলক্ষে একটি প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিসভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী মাহাবুবুল আলমের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দীন, করপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল করীম মাস্টার, লামচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, চন্ডীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ।
0Share