সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
৬ষ্ঠ উপজেলা নির্বাচন | রামগতি ও কমলনগর উপজেলায় কে কত ভোট পেয়েছেন ?

৬ষ্ঠ উপজেলা নির্বাচন | রামগতি ও কমলনগর উপজেলায় কে কত ভোট পেয়েছেন ?

৬ষ্ঠ উপজেলা নির্বাচন | রামগতি ও কমলনগর উপজেলায় কে কত ভোট পেয়েছেন ?

নিজস্ব প্রতিবেদক :  ৬ষ্ঠ ধাপে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। বুধবার ( ৮ মে ২০২৪) রাতে সহকারী রিটারিং কর্মকর্তাগণ ফলাফল ঘোষণা করেন। এতে কমলনগর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাওলানা খালেদ সাইফুল্লাহ ও রামগতি উপজেলায় নির্বাশরাফ উদ্দিন আজাদ সোহেল বেসরকারি ফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

#কমলনগর উপজেলা পরিষদের নির্বাচনের ফলাফল
চেয়ারম্যান
১। খালেদসাইফুল্লাহ-মোটরসাইকেল-১৮২৩২
২। মোঃ বাবুল মিয়া-কাপপিরিচ-১৬৯৭০
৩। মেজবাহ উদ্দিন বাপ্পি-দোয়াত কলম-১৬৬০২
৪। মোঃ আহসান উল্লাহ-আনারস-১২১৬৪
৫। আবদুর রহমান-হেলিকপ্টার-২৮৩৭
৬। নুর নবী চৌধুরী -ঘোড়া-৩৫৭
ভাইস চেয়ারম্যান (পুরুষ)
১। সালেহ উদ্দিন রাজু-চশমা-২৮১০৩
২। মো: আলা উদ্দিন- তালা-২৪০৫২
৩। হারুনুর রশিদ -টিউবওয়েল-৯৬৩৮
৪। আবদুল্লাহ আল ইসরাফিল-মাইক-৪১১৭
ভাইস চেয়ারম্যান (মহিলা )
১। সাজেদা আক্তার-কলস-৩১০৯১
২। সাহেদা আক্তার-সেলাই মেশিন-২৮০০৫
৩। রোকসানা আক্তার-ফুটবল-৫৭৪৬
ভোটের শতকরা হার: ৪০.৩৩ শতাংশ
ভোটের তারিখ: ০৮ মে ২০২৪

এর মধ্যে কমলনগর উপজেলায় মোটরসাইকেল প্রতীকে খালেদ সাইফুল্লাহ ১৮ হাজার ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি কাপ পিরিচ নিয়ে ১৬ হাজার ৮৭১ ভোট পেয়েছেন বাবুল মিয়া।

 

রামগতিতে শরাফ উদ্দিন আজাদ সোহেল কাপ পিরিচ প্রতিক নিয়ে ২৯ হাজার ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আনারস প্রতীক নিয়ে ২৪ হাজার ১৩৬ ভোট পেয়েছেন রোকেয়া আজাদ।

 

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কমলনগর  উপজেলাতে মোট কেন্দ্র ছিল ৭৩টি এবং রামগতিতে কেন্দ্র ছিল ৭০ টি।

 

বুধবার রাতে স্ব স্ব উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটারিং কর্মকর্তা বেসরকারিভাবে এই ঘোষণা দেন। এই দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা-৩ লাখ ৮৪ হাজার ৯শত ৭৩জন। পুরুষ- ২ লাখ ২ হাজার ৬০ জন। নারী- ১লাখ ৮২ হাজার ৯ শত ১২জন।

লক্ষ্মীপুরের রাজনীতি আরও সংবাদ

লক্ষ্মীপুর২৪ এ সংবাদ: লক্ষ্মীপুরের সেই যুবদল নেতার খোঁজ নিলো এ্যানি ও কেন্দ্রীয় যুবদল

দলের জন্য ৪২ কোপের ক্ষত শরীর নিয়ে মানবেতর জীবন চুট্টোর: খোঁজ নেয়নি দল

লক্ষ্মীপুরের ৫৬ জন বিএনপি নেতা গুম খুনের শিকার হয়েছে : আযম খান 

লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

১০ বছর পর কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন

জনগণের জন্য কাজ করুন; জনগণই নেতা বানাবে : বিথীকা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com