এমএ এহসান রিয়াজ | জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মিসেস তানিয়া রব বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের পর কোন বৈষম্য আর রাখা যাবেনা। আমরা পরষ্পরের সহযোগী হবো।পরষ্পরকে তার ধর্ম পালনে সাহায্য করবো। এই মাটির সন্তান হিসেবে আমার আপনার সবার সমান অধিকার। এদেশে কেউ লগু নয়,কেউ গুরু নয়, সবাই সমান।
বৃহস্পতিবার দুপুরে কমলনগর উপজেলায় শ্রী শ্রী হরি নারায়ন সেবাশ্রম পূজা মন্ডপ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। এর আগে তিনি শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রম ও শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরও পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, পূজা উদযাপন কমিটির নেতা বাবু কৃষ্ণ হরিদাস,বাবু নিলেন্দু কান্তি দাস,বাবু ভাষান সুত্রধর ও বাদল চন্দ্র শীল। আরো উপস্থিত ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র কমলনগর উপজেলা সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব,সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডিলার, সাংগঠনিক সম্পাদক এবিএম বাবুল মুন্সি।
স্বাধীনতার পতাকা উত্তোলক আসম আবদুর রবের সহধর্মিণী তানিয়া রব আরো বলেন,
এই সমাজে আমরা যারা আছি,কার কোন ধর্ম সেটা বড় পরিচয় হওয়া উচিত নয়, পরিচয় হওয়া উচিত আমরা সকলেই মানুষ। যে বিশ্বাসের উপর আমাদের হিন্দু ভাই ও বোনেরা তাদের জীবন পরিচালনা করেন, এবং যে বিশ্বাসের উপর আমরা মুসলিমরা জীবন পরিচালনা করি, সব বিশ্বাসের কেন্দ্রীয় যায়গা একটাই। তাই বিভেদ এবং বিভাজন করার কোন যৌক্তিকতা নেই।
এসময় আরো উপস্থিত ছিলেন,জেএসডি নেতা খোরশেদ আলম,মোঃ ইউসুফ খান,দুলাল সর্দার,আজাদ মিয়া, খোকন, আক্তার ও ঝিকু প্রমুখ। পূজা মন্ডপ পরিদর্শন শেষে তানিয়া রব কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস ও কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তৌহিদ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
0Share