নিজস্ব প্রতিনিধি | সর্বশেষ ২০১৫ সালের ২৬ নভেম্বর লক্ষ্মীপুর জেলা বিএনপির কার্যালয়ে গঠিত হয়েছিল কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন । তারপর কেটে গেছে প্রায় ১০ বছর। দেশে এখন আওয়ামীলীগের শাসন নেই। তাই বিএনপির ওপর বাড়তি মামলা, হামলারও কোন চাপ নেই। এমন সুসময়ে প্রায় ১০ বছর পর লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন হতে যাচ্ছে ২৪ আগষ্ট রোববার। হাজিরহাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। সম্মেলন উদ্ধোধন করবেন, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ।
উপজেলা বিএনপির আহবায়ক মোঃ গোলাম কাদেরের সভাপতিত্বে এবং সদস্য সচিব নুরুল হুদা চৌধুরীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রামগতি কমলনগরের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক সহ -সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, বিএনপির চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ভিপি হারুন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান প্রমুখ।
স্থানীয়ভাবে জানা গেছে, সরাসরি ভোটের মাধ্যমে লক্ষ্মীপুর জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের কমিটি গঠনের ধারাবাহিক অংশ হিসেবে উপজেলার শেষ কমিটি গঠনের জন্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান বলেন, গত ১২ মে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের ১ নং ওয়ার্ড এবং লাহারকান্দি ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ভোটের মাধ্যমে সর্ব প্রথম বিএনপির ওয়ার্ড কমিটি গঠন শুরু হয়। ইতোমধ্যে বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠন শেষ হয়েছে। বর্তমানে পৌর ও উপজেলা কমিটি গঠন চলছে।
স্থানীয় কয়েকজন নেতা বলেছেন, বিএনপির ওয়ার্ড থেকে একেবারে উপজেলা ও জেলা পর্যন্ত সবখানে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন হওয়া উচিত। ইতোমধ্যে ভোটের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠন হলেও কয়েকটি ইউনিয়ন থেকে মনোনীত কমিটি গঠন শুরু হয়েছে। এতে কমিটি গঠনের ছন্দপতন হচ্ছে।
বিএনটির গঠনতন্ত্র অনুসারে জানা গেছে প্রতিটি ওয়ার্ড কমিটিতে ৫১, ইউনিয়ন ও পৌর কমিটিতে ৭১, উপজেলা কমিটিতে ১০১ এবং জেলা কমি ১৫১ সদস্য নিয়ে গঠনের বিধান রয়েছে।
বিএনপির নেতারা বলেন, ভোটের মাধ্যমে কমিটি নির্বাচিত হওয়ায় বিভিন্ন তদবির এবং দলীয় গ্রুপিং পুরোপুরি বন্ধ হয়ে কমিটি গঠ যেন উৎসবে পরিণত হয়েছে। এভাবে কমিটি গঠন হলে সত্যিকারের গনতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম দেশ এগিয়ে যাবে।
দলীয় সূত্র জানায়, ২০০৬ সালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলাকে ভাগ করে উত্তর অঞ্চলকে কমলনগর নামে পৃথক উপজেলা গঠন করা হয়। উপজেলা গঠনের পর ২০০৯ সালে কমলনগরে বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত। তারপর ২০১৫ সালে ২য় কমিটি গঠন করা হয়েছিল।
0Share