কামরুল হাসান হৃদয়: ডাকসু বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্থা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা এবং সংগঠনটির বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ করেছে লক্ষ্মীপুর শহর ছাত্রশিবির। বুধবার বিকেলে শহরের দক্ষিণ তেমুহুনি থেকে মিছিলটি শুরু হয়ে আফনান চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে শহর ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেন। এসময় তারা স্লোগান দেন নারায়ে তাকবীর আল্লাহু আকবর, নারীর প্রতি হেনস্থা বন্ধ করো-করতে হবে, ধর্ষক আর স্বৈরাচার মিলেমিশে একাকার, কথায় কথায় বাংলা ছাড় বাংলা কী তোর বাপ দাদার। মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন শহর ছাত্রশিবির সভাপতি ফরিদ উদ্দিন ও সেক্রেটারি আব্দুল আউয়াল হামদু। আব্দুল আউয়াল হামদু বলেন, ২০২৪ এর গণঅভুত্থানে শহিদেরা জীবন দিয়েছেন সুন্দর বাংলাদেশের জন্য।
চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত দেশের জন্য। সন্ত্রাস ও চাঁদাবাজির স্বপ্ন যারা দেখছে, তা ভুল সিদ্ধান্ত। সভাপতি ফরিদ উদ্দিন বলেন, জুলাইয়ের পর থেকে সারাদেশে যখন ছাত্রশিবির গঠনমূলক রাজনীতি করছে, তখন একদল ষড়যন্ত্র শুরু করেছে। গঠনমূলক সমালোচনা তাঁরা মেনে নিলেও কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, একটি দল ধারাবাহিকভাবে মিথ্যাচার করছে এবং দায় চাপানোর রাজনীতি চালিয়ে যাচ্ছে। ছাত্রশিবির এ ধরনের রাজনীতি প্রত্যাখ্যান করবে।
0Share