নিজস্ব প্রতিনিধি: জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, আগামী ২৫ অক্টোবরের মধ্যে ক্ষমতা না ছাড়লে সরকারকে সর্বত্র গণপ্রতিরোধের মুখে পড়তে হবে। শনিবার পার্টির কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সভায় রব আরো বলেন, সংবিধান সংশোধন করে ক্ষমতার আয়ুষ্কাল বাড়াতে গেলে তা সরকারের জন্য হবে চরম আত্মঘাতী পদক্ষেপ। বর্তমান অবস্থায় সরকারের জন্য একটিই রাস্তা খোলা আছেÑ যা হলো সংবিধান পরিবর্তন করে নির্বাচনকালীন সময়ের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিধান চালু করে ২৫ অক্টোবর ক্ষমতা হস্তান্তর করা। আ স ম রব বলেন, ক্ষমতায় থেকে সরকারি টাকা-পয়সা, যানবাহনসহ সব ধরনের সুযোগ-সুবিধা ব্যবহার করে প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রী, এমপিরা দলের পক্ষে ভোটের ক্যাম্পেইন করে বেড়াচ্ছেন, যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বর্তমান সরকার কোনো ক্ষেত্রেই আইনের তোয়াক্কা করছে না। আগামী নির্বাচনে জনগণ এর সঠিক জবাব দেবে। জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্পাদকমণ্ডলীর সভায় পার্টি সভাপতি আ স ম আবদুর রব ছাড়াও এম এ গোফরান, আতাউল করিম ফারুক, মো: সিরাজ মিয়া, শরীফ মোহাম্মদ খান, মোহাম্মদ তৌহিদ হোসেন, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, আবদুল খালেক, ফেরদৌস চৌধুরী, জিয়া খোন্দকার, কামাল উদ্দিন পাটোয়ারী, আশীষ কুমার সরকার, এস এম আনছার উদ্দিন, আবদুর রাজ্জাক রাজা, অ্যাডভোকেট কে এম জাবির, আবদুল্লা আল তারেক, আল্লামা মোহাম্মদ ইকবাল, এম এ জলিল, অ্যাডভোকেট সৈয়দা ফাতিমা হেনা, সুলতান আহম্মেদ বাচ্চু, অ্যাডভোকেট মুকবুল হোসেন, অ্যাডভোকেট জয়নাল আবদিন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সবার আলোচনার ভিত্তিতে ৩০ আগস্ট অনুষ্ঠিত কেন্দ্রীয় প্রতিনিধি সভার সিদ্ধান্ত মোতাবেক অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের শর্ত পূরণ হলে জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী প্রদানের প্রস্তুতি গ্রহণ এবং দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট ও ৯টি প্রদেশ গঠনের দাবিকে সর্বস্তরের জনগণের কাছে নিয়ে যাওয়ার লক্ষ্যে ব্যাপক প্রচারমুখী আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমের পরিকল্পনা গ্রহণ করা হয়। এ পরিকল্পনার মধ্যে রয়েছে ১০ সেপ্টেম্বর সারা দেশে প্রদেশ বাস্তবায়ন দিবস এবং ১৮ সেপ্টেম্বর দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট দিবস পালন। জনসভা কর্মসূচির মধ্যে রয়েছে ২০ সেপ্টেম্বর নোয়াখালী, ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম, ২৪ সেপ্টেম্বর সিরাজগঞ্জ, ২৫ সেপ্টেম্বর বগুড়া, ২৭ সেপ্টেম্বর খুলনা, ২৮ সেপ্টেম্বর যশোর, ২ অক্টোবর সিলেট, ৪ অক্টোবর জামালপুরে জনসভা। এসব জনসভায় দলের সভাপতি আ স ম রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সাংগঠনিক কর্মসূচির মধ্যে রয়েছে ১৩ ও ১৪ সেপ্টেম্বর দলের প্রস্তাবিত ৯টি প্রদেশভিত্তিক অঞ্চলগুলো নিয়ে গঠিত আঞ্চলিক সমন্বয় কমিটিগুলোর সভা।
0Share