নিজস্ব প্রতিনিধি: আসন্ন লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে তরুণ নেতৃত্বের প্রতীক হিসাবে প্রার্থী হতে চান নূর মোহাম্মদ মাহমুদ। তিনি সদর উপজেলার ১৮ নং কুশাখালী ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। মানবাধিকার ও সংবাদ কর্মী হিসাবে লক্ষ্মীপুর জেলার তৃণমুলে দীর্ঘদিন থেকে তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছেন। তাই তৃণমূল পর্যায়ে উপজেলা পরিষদের সুবিধা পৌঁছেদিতে তিনি তৃণমূলের মানুষের সার্বিক সহযোগীতা আশা করছেন।
কারণ তৃণমূলে উন্নয়ন কম হয় কিন্তুু নেতা নির্বাচিত হতে তৃণমুলের ভোটের বিকল্প নেই। সব প্রার্থীই মূলতঃ তৃণমুলের ভোটে জয়লাভ করেন। তাই তিনি আসন্ন উপজেলা পরিষদের ভোটে তৃণমুলের বাসিন্দা হিসাবে সকল রাজনৈতিক দল ও মতের নেতাকর্মী ও তৃণমুলের মানুষের সার্বিক সহযোগীতা পাবার আশা করছেন।
তিনি নির্বাচিত হলে তৃণমুলের মানুষের সুখ-দুঃখের সাথী হবেন বলে জানিয়েছেন এবং তৃনমুল পর্যায়ে অবহেলিত রাস্ত-ঘাট, পুল-কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, স্কুল ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান নির্মান ও সংস্কারে ব্যাপক অবদান রাখতে পারবেন বলে জানান।
0
Share