নিজস্ব প্রতিনিধি: রামগতি পৌরসভার বিএনপি সমর্থিত আট কাউন্সিলর আওয়ামী লীগে যোগ দিয়েছেন। শনিবার দুপুর ২টায় জেলা শহরের ওয়েলকাম চাইনিজ এন্ড রেস্টুরেন্টে সাংসদ আব্দুল্লাহ আল-মামুন ও জেলা আ.লীগের সভাপতি এম আলাউদ্দিনের হাতে ফুলের তোড়া দিয়ে আ.লীগে যোগ দেন। আ.লীগে যোগদানকারী বিএনপি সমর্থিত কাউন্সিলররা হলেন-প্রদীপ মজুমদার, মো. নিজাম উদ্দিন, বেলাল হোসেন, মনিরুল ইসলাম, মাহবুবুল আলম, রিনা রানী দাস, ফখরুন নাহার এবং নাছিমা বেগম।
রামগতি উপজেলা আ.লীগের সভাপতি অধ্যক্ষ গোলাম মাওলা চৌধুরীর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ, কমলনগর উপজেলা আ.লীগের সভাপতি একেএম নুরুল আমিন এবং সাধারণ সম্পাদক এডভোকেট একেএম নুরুল আমিন রাজু প্রমুখ।
0Share