নিজস্ব প্রতিনিধি:বিএনপি নেতা ও সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ চার জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। রবিবার মহানগর হাকিম তারেক মঈনুল ইসলামের আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে এ আদেশ দেওয়া হয়। এর আগে, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতা সৃষ্টির অভিযোগে পল্টন ও শাহজাহানপুর থানায় পুলিশের দায়ের করা তিনটি মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০ নেতা-কর্মী। সকাল সাড়ে ১০ টায় ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলামের আদালতে ওই মামলাগুলোর শুনানি অনুষ্ঠিত হয়। ওই মামলায় আসামী ছিলেন এ্যানি।
0Share