লক্ষ্মীপুর প্রতিনিধি :স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এদশে মানুষ সহিংসতা পছন্দ করেনা, দেশের উন্নতি দেখে বিএনপির আন্দোলন, হুঙ্কার সবই চুপসে হয়ে গেছে। কারণ এদেশের মানুষ শেখ হাসিনার সাথে আছে। দেশে প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুতের আমূল পরিবর্তন এনেছে। সন্ত্রাস মুক্ত পরিবেশ, মাদক মুক্ত পরিবেশ তৈরি করেছে।
তিনি বলেন, এদেশ জননেত্রী শেখ হাসিনা ছাড়া কেউ উন্নতি করতে পারবেনা এবং সম্ভবও নয়। শেখ হাসিনা যেসকল ওয়াদা করেছেন তিনি সকল ওয়াদা পূরনে বদ্ধ পরিকর। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে শেখ হাসিনা ডিজিটাল পাসপোর্ট তৈরি করতে মেশিন রিডেবল পাসর্পোট জনগণকে উপহার দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা চত্তরে স্থানীয় আ‘লীগ আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রামগঞ্জ উপজেলা আ‘লীগ সভাপতি মোঃ শাহজাহানের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের এমপি ও তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম আওয়াল, লক্ষ্মীপুর-২ আসনের এমপি মোঃ নোমান, লক্ষীপুর-৩ আসনের এমপি শাহজাহান কামাল, লক্ষ্মীপুর ৪ আসনের এমপি আব্দুল্যাহ আল মামুন, জেলা পরিষদের প্রশাসক শামসুল ইসলাম, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ- সম্পাদক মোমিন পাটোয়ারী, জেলা আওয়ামীলীগ সভাপতি এম আলাউদ্দিন, সদর উপজেলা চেযারম্যান সালাহ উদ্দিন টিপু, রামগঞ্জ উেপজো চেয়ারম্যান আকম রুহল আমিন প্রমুখ।
প্রতিমন্ত্রী আরো বলেন, আইন শৃঙ্খলা উন্নতির জন্য পুলিশের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, তিনি বলেন আগামী ৪৫ দিনের মধ্যে যেসকল স্থানে বিদ্যুত সমস্যা রয়েছে অল্প সময়ের মধ্যে তা সমাধান করা হবে।
পথসভা শেষে লক্ষ্মীপুর জেলা শহরের বাস টার্মিনাল এলাকায় পাসপোর্ট অফিসের নাম ফলক উম্মোচন করেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লক্ষ্মীপুর জেলা প্রশাসক হলরুমে আইন শৃংখলা বিষয়ক সভায় জেলা প্রশাসক একে এম টিপু সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় তিনি প্রধানমন্ত্রীর সাথে আঞ্চলিক রিডেবল পাসপোর্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন আঞ্চলিক পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল মাবুদ, জেলা প্রশাসক একে এম টিপু সুলতান, পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানসহ জেলা বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা, রাজিৈনত নেতৃবৃন্দ। প্রতিমন্ত্রী। শেষে জেলা পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনায় পুলিশ লাইনস পরিদর্শন করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি।
0Share