নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর জেলা জাতীয় পাটির সম্মেলন উপলক্ষে ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার লক্ষ্মীপুর আসছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ।
লক্ষ্মীপুরে এসে তিনি নছির আহম্মদ ভূঁইয়া মিলনায়তনে অনুষ্ঠিতব্য সমাবেশ ও সম্মেলনে যোগদান করবেন।
সমাবেশ ও সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নোমান এবং অনুষ্ঠানে সঞ্চালক হিসাবে থাকবেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এম.আর মাসুদ।
এরশাদের এ সফরে বিশেষ অতিথি হিসেবে তার সফর সঙ্গী হিসাবে উপস্থিত থাকবেন পানি সম্পদ মন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মজিবুল হক চুন্নু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু।
সংশ্লিষ্টরা জানান, সম্মেলনকে সফল করতে ইতোমধ্যে জেলা ও উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনসমূহের বিভিন্ন স্তরের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
0Share