লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে নৌ-বন্দর ও রেলপথ স্থাপনের আশ্বাস দিয়েছেন,প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। বিকেল শহরের নছির আহমদ ভুঁইয়া মিলনায়তনে জেলা জাতীয় পার্টির সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ সব আশ্বাস দেন।
তিনি আরও বলেন, বিএনপি’র দিন শেষ, আওয়ামীলীগে গডফাদার। এ দুই দল দেশের জন্য এখন অশান্তি। বৃহস্পতিবার বিকেলে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ লক্ষ্মীপুরে জাতীয় পার্টির সম্মেলন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, দেশে যোগ্য লোকে চাকুরি পায় না। টাকা দিয়ে চাকুরী হয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা চাকুরি পায়।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন বাবলু।
রায়পুর আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টি নেতা মোহাম্মদ নোমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহিম।
0Share