নিজস্ব প্রতিবেদক : কমলনগর উপজেলার ফলকন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মো. ইব্রাহিম শামিমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে হাজিরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইব্রাহিম ফলকন গ্রামের মৃত সৈয়দ আহাম্মদের ছেলে। কমলনগর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নুর উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, হরতাল-অবরোধসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
0Share