নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরসীতা গ্রামে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প করা হয়েছে। এতে চরসীতা ও আশপাশ এলাকার শুক্রবার মমিন উল্যা চেয়ারম্যান স্মৃতি পরিষদ এ চিকিৎসা সেবার আয়োজন করে।
এতে সহ¯্রাধিক গরীব ও অস্বচ্ছল রোগীকে মেডিসিন, গাইনি, দন্ত, সার্জারী বিভাগের ১৭জন ডাক্তার চিকিৎসা সেবা দেন। এসময় তাদেরকে বিনামূল্যে বিভিন্ন ওষুধ দেয়া হয়।
সকালে এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন।
মমিন উল্যা স্মৃতি পরিষদের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. সোলায়মান, মোহাম্মদ ফয়সল ও মোজাম্মেল হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, মমিন উল্যা চেয়ারম্যান স্মৃতি পরিষদ গত কয়েক বছর ধরে ফ্রি চিকিৎসা ক্যাম্পসহ সামাজিক বিভিন্ন কার্যক্রম করে আসছে।
0Share