চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত লক্ষীপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন লক্ষীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটির নির্বাচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়
লাইব্রেরী মিলনায়তনে এ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.এনায়েত উল্লাহ পাটোয়ারী। খোরশেদুল আলম শাওনের সভাপতিত্বে মো: বিন কায়েসের সন্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামের ইতিহাস ও সংষ্কৃতি বিভাগের শিক্ষক মো.শাহ আলম, লক্ষীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আহসানুল করিম জনি।
সভা শেষে আগামী এক বছরের জন্য নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত লক্ষীপুর জেলার শিক্ষার্থীরা ভোট প্রদানের মাধ্যমে অংশগ্রহন করে। নির্বাচনে শাহ আশরাফ আহমেদ রাজেন সভাপতি, এম শাহরিয়ার শাহীন সাধারণ সম্পাদক ও আলম হোসেন রাজু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।
0Share