চবি প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের নব নির্বাচিত কমিটির সদস্যবৃন্দ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো: আনোয়ারুল আজিম আরিফ এবং উপ-উপাচার্য প্রফেসর ড.
ইফতেখার উদ্দিন চৌধুরীর সাথে পৃথক পৃথকভাবে তাঁদের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাত করেন।
এ সময় এসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি জনাব শাহ্ আশরাফ আহমেদ রাজেন, সাধারণ সম্পাদক এম. শাহরিয়ার শাহীন সহ অন্যান্য নেত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য এ সংগঠনের নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। তাঁরা এ সংগঠনের সদস্যদের সৎ, যোগ্য ও দক্ষ মানবসম্পদে পরিণত হওয়ার লক্ষ্যে লেখাপড়ায় অধিকতর মনোযোগী হওয়ার আহবান জানান। একইসাথে আলোকিত মানুষ হয়ে গড়ে উঠার লক্ষ্যে খেলাধুলা, শিল্প-সাহিত্য, সংস্কৃতি চর্চার আহবান জানান।
লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের নব নির্বাচিত কমিটির সদস্যবৃন্দ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফের সাথে উপাচার্যের অফিস কক্ষে সাক্ষাত করেন
0Share