নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আজিজ আহমেদ রনিকে ক্রসফায়ারের নামে হত্যা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন লক্ষ্মীপুর সদর আসনের সাবেক
এমপি ও কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
বুধবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, আওয়ামীলীগ সরকারের বর্তমান শাসনামল পৃথিবীর যেকোন নিষ্ঠুর শাসকের চেয়েও ভয়াবহ। সেটা লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দিকে তাকালে বুঝা যায়।
অন্যায়ভাবে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার করে এবং ধরে নিয়ে গুলি করে হত্যা করা হয়। যুবদল নেতা আজিজ আহমেদ রনিকে ক্রসফায়ারে হত্যা তারই ধারাবাহিকতা। বিরোধীদলের নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন এবং বর্বরোচিত হত্যাকান্ডের দায়দায়িত্ব সরকারইে বহন করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
চন্দ্রগঞ্জের দেত্তপাড়া এলাকায় নিহত যুবদল নেতা আজিজ আহমেদ রনির জানাযায় অংশ নেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। পরে তিনি নিহত রনির রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করে তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ওয়াহেদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা আবদুল খালেক, জিয়া উদ্দিন চৌধুরী আরিফ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি হাবিবুর রহমান বাবু, সদর উপজেলার ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান সহেল ও সাধারন সম্পাদক আবদুল মুকিত সহেল প্রমুখ।
অপরদিকে সদর উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ ও সাধারণ সম্পাদক ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু ক্রসফায়ারের নামে এ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পুলিশ নিরীহ নেতাকর্মী ও সাধারন মানুষকে যেভাবে গ্রেফতার করে ও নির্যাতন চলানো হচ্ছে। এটি কোন স্বাধীন দেশে হতে পারেনা। অনতিবিলম্বে এসব গ্রেফতার ও হয়রানী বন্ধের দাবী জানান।
0Share