রামগতি প্রতিনিধি: রামগতি উপজেলা বিএনপির সভাপতি পদে সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান কে সভাপতি এবং ডাঃ জামাল উদ্দিন কে সাধারণ সম্পাদক করে রামগতি উপজেলা কমিটি ঘোষণা করা
হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সাবেক সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজানের বাস ভবনে অনুষ্ঠিত সভায় এ ঘোষণা দেওয়া হয়। এ সময় লক্ষ্মীপুর জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে রামগতি উপজেলা বিএনপি’র নব নির্বাচিত সভাপতি ও সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান সেল ফোনে লক্ষ্মীপুরটোয়েন্টিফোর ডটকম কে বলেন, রামগতি উপজেলা বিএনপির পক্ষ থেকে আলেকজান্ডার পাইলট হাইস্কুল মাঠে সম্মেলন অনুষ্ঠানের বৃহস্পতিবার বিকালের অনুমতি নেওয়া হয়। কিন্তু আমাদের সম্মেলনের সময়ে রামগতি উপজেলা যুবলীগ ও সভা ডাকায় প্রশাসন উক্ত স্থানে ১৪৪ ধারা জারি করেন। ফলে বাধ্য হয়েই রামগিত উপজেলা বিএনপি আমার বাড়িতে সভা করে।
অবশেষে বিএনপির এ সম্মেলন সফল করার জন্য আমি জেলা ও উপজেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ।
0Share