নিজস্ব প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করায় লক্ষ্মীপুরে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট-২ আমলি আদালতে সোমবার বিকেলে এ মামলা করা হয়।
মামলাটি আমলে নিয়ে তারেকের বিরুদ্ধে সমন জারি করেছেন ওই আদালতের বিচারক ইব্রাহীম খলিল। আগামী ৪ ফেব্রুয়ারি তারেক রহমানকে স্বশরীরে হাজির হওয়ার জন্য আদালত আদেশ দেন।
লক্ষ্মীপুর পৌর ছাত্রলীগের সভাপতি রাকিব হোসেন লোটাস বাদি হয়ে এ মামলা দায়ের করেন। বাদি পক্ষের আইনজীবি ছিলেন রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না ও রহমত উল্যাহ বিপ্লব ।
প্রসঙ্গত, তারেক রহমানে বিরুদ্ধে এনিয়ে লক্ষ্মীপুর আদালতে তিনটি মামলার করা হয়েছে। এর মধ্যে ২টি মামলার সমন জারি করেছে আদালত।
0Share