নিজস্ব প্রতিনিধি: রামগঞ্জ উপজেলা কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) বিকেলে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।কৃষকলীগ নেতা
আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামলীগের সভাপতি মো. শাহজাহান।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটোয়ারী, সাধারণ সম্পাদক বেলাল আহম্মেদ, জেলা কৃষকলীগের আহ্বায়ক ওমর ফারুক ভুলু ও যুগ্ম আহ্বায়ক হিজবুল রানা।
এসময় সংগঠনকে গতিশীল করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ার বাচ্চু ও সুরাইয়া আক্তার শিউলি প্রমুখ।
0Share