কমলনগর: কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে হাজিরহাট উপকূল কলেজ মিলনায়তনে এ সভা
অনুষ্ঠিত হয়।
কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মহিউদ্দিন সোহেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট ফিরোজ আলম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নুরুল আমিন।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী বাকের হোসেন নিশাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা, সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা গিয়াস উদ্দিন মোল্লা ও মো. রায়হান উদ্দিন প্রমুখ।
0Share