লক্ষ্মীপুরের রায়পুরে ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১ ইউপি সদস্য ও আওয়ামী লীগের মনোনীত ৩ চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৫১ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৩ জন বিনাভোটে চেয়ারম্যান হয়েছেন ও ১৯ জন ভোট প্রত্যাহার করেছেন।এ ছাড়া সংরক্ষিত আসনে ১০০ জনের মধ্যে ১০ জন প্রত্যাহার ও ৪ জন বিনা ভোটে নির্বাচিত হন। সাধারন সদস্য ৪৬০ জনের মধ্যে ৬৮ জন প্রত্যাহার করেছেন। আর ৭ জন বিনাভোটে নির্বাচিত হন।
উত্তর চরবংশি আবুল হোসেন, রায়পুর ইউনিয়নে সফিউল আযম চৌধুরী সুমন ও চরমোহনা ইউনিয়নে সফিকুর রহমান পাঠান আওয়ামী লীগের চেয়ারম্যান, সংরক্ষিত ৪ ও সাধারন ইউপি সদস্য ৭ জন-বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। শুক্রবার অন্য প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান নির্বাচন কর্মকর্তা।
অন্যদিকে ৭টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহীসহ জাপা-বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন রির্টানিং কর্মকর্তা। রায়পুরের নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লাসহ চার রির্টানিং কর্মকর্তা জানান, উত্তর চরআবাবিল, সোনাপুর, চরপাতা, কেরোয়া, বামনী, দক্ষিণ চরবংশি, দক্ষিণ চরআবাবিল ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
502Share