সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
রামগতি | নৌকার প্রচারণায় আ.লীগের কেন্দ্রীয় নেতা ফরিদুন্নাহার লাইলী

রামগতি | নৌকার প্রচারণায় আ.লীগের কেন্দ্রীয় নেতা ফরিদুন্নাহার লাইলী

0
Share

রামগতি | নৌকার প্রচারণায় আ.লীগের কেন্দ্রীয় নেতা ফরিদুন্নাহার লাইলী

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মেজবাহ উদ্দিন মেজুর পক্ষে প্রচারণায় অংশ গ্রহন করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভার আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

ঢাকা থেকে আগত কেন্দ্রীয় নেতাদের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, কেন্দ্রীয় কৃষি ও সমবায় উপ কমিটির সদস্য অ্যাডভোকেট বদরুল হাসান কচি, ডা. আফরোজা আক্তার, আব্দুলাহ আল মামুন, ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হোসেন।

অন্যদিকে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, বন ও পরিবেশক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাজভীরুল হক অনু, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য একেএম শরীফ উদ্দিন।

এসময় অন্যান্যদের মাঝে  উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদ মান্না, কেন্দ্রীয় যুবলীগ নেতা শামছুল ইসলাম পাটওয়ারী, আবদুল মতলব, মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুম, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ভুলু, জেলা যুবলীগ নেতা একেম সালাহ উদ্দিন টিপু, কমলনগর উপজেলা যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন বাপ্পী,  রামগতির আওয়ামী লীগ নেতা আবদুল ওয়াহেদ, আজাদ উদ্দিন চৌধুরী, আবু নাসের, আশ্রাফ আলী সারু, কমলনগর আওয়ামী লীগ সভাপতি একেএম নুরুল আমিন, জেলা কৃষকলীগ নেতা ওমর হোসাইন ভুলু, আবদুল্লাহ আল নোমান, কমলনগর উপজেলা আওয়ামীলীগ নেতা ফয়সল আহমেদ রতন প্রমুখ।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আগামি ১৪ ফেব্রুয়ারি রামগতি পৌরসভার  নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ৩ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, নৌকা প্রতীকে মেজবাহ উদ্দিন মেজু , ধানের শীষ প্রতিকে সাহেদ আলি পটু ও নারিকেল গাছ প্রতিকে স্বতন্ত্র প্রার্থী আবু আবদুল্লাহ।

এ পৌরসভায় ২৪ হাজার ৯০৫ জন ভোটার রয়েছে।

লক্ষ্মীপুরের রাজনীতি আরও সংবাদ

লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারফ, কাজ করবে আ’লীগ

কমলনগর ছাত্রলীগের ৯১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি

লক্ষ্মীপুরে কৃষকলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের তিন ইউনিয়নে জিতেছে আ’লীগ প্রার্থী

বুধবার লক্ষ্মীপুরের তিন ইউনিয়নে ভোট; ২টিতে ইভিএম

লক্ষ্মীপুরের যুবলীগ নেতা জিকু এখন অবহেলিত

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com