সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
রামগতিতে ৫দিন ব্যাপি ৯৭তম মহানামযজ্ঞানুষ্ঠান ও মেলা শুরু

রামগতিতে ৫দিন ব্যাপি ৯৭তম মহানামযজ্ঞানুষ্ঠান ও মেলা শুরু

রামগতিতে ৫দিন ব্যাপি ৯৭তম মহানামযজ্ঞানুষ্ঠান ও মেলা শুরু

লক্ষ্মীপুরের রামগতিতে ৫ দিন ব্যাপি ৯৭তম বার্ষিক ৪০ প্রহর মহানামযজ্ঞানুষ্ঠান ও মেলা শুরু হয়েছে।

আজ বুধবার (২৬ এপ্রিল) উপজেলা চরলক্ষ্মী গ্রামের ভবাণী সাহার বাড়ী প্রাঙ্গণে শ্রী শ্রী মদন গোপাল জিউর আশ্রমে ব্রহ্মমুহুর্ত থেকে মহানামযজ্ঞ ও মেলা শুরু হয়েছে এবং এ উৎসব চলবে সোমবার ভোর পর্যন্ত।

ঐতিহ্যবাহী শ্রী শ্রী মদন গোপাল জিউর আশ্রম বাংলা ১৩৩৩ সালে স্বর্গীয় ভবানী সাহা প্রতিষ্ঠিত করেন। শ্রী শ্রী মদন গোপাল জিউর আশ্রমের উৎসব পরিচালনা কমিটির পক্ষ থেকে সকলকে আমন্ত্রন জানানো হয়েছে।

কুসংস্কারের আজকের পৃথিবী যখন আবিলতাময় ঠিক অনাসৃষ্টির মূহুর্তে পরম পুরুষ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর সনাতনী শ্বাশত সমন্বয়ের বানী ‘হরিনাম’ প্রচার করেন। দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের শান্তি ও কল্যাণ কামনায় উক্ত মন্দিরে প্রতি বছরের ন্যায় এবারও সা¤প্রদায়িকতা, বর্ণ বিভেদ, হিংসা-দ্বেষ ভুলে হরিনাম প্রচার ও বিশ্ব মঙ্গলার্থে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে।

শ্রী শ্রী মদন গোপাল জিউর আশ্রমের উৎসব পরিচালনা কমিটির পরিমল সাহা বলেন, স্বর্গীয় ভবানী চরণ সাহার দীর্ঘ বছরের প্রতিষ্ঠিত মন্দিরে ৫ দিন ব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। বিগত বছরের মত এবারও ৯৭তম উৎসবে সকলের ঐকান্তিক সহযোগীতা কামনা করছি।

উল্লেখ্য: এটি রামগতি দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ মহানামযজ্ঞানুষ্ঠান। এছাড়াও মহানামযজ্ঞানুষ্ঠান উপলক্ষে উৎসব পরিচালনা কমিটির উদ্যেগে নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে। প্রতিদিন এই মহতী হরিনাম মহাযজ্ঞ উৎসবে আগত সকল ভক্তবৃন্দের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এবং রবিবার মধ্যাহ্নে বিতরণ করা হবে মহাপ্রসাদ। সোমবার অরুনোদয়ে মহানাম সংকীর্ত্তন সমাপন, নগর সংকীর্ত্তন, ব্রজ ধূলা গ্রহণ ও মহন্ত বিদায়ের মাধ্যমে উক্ত উৎসবের সমাপ্তি হবে।

মিসু সাহা নিক্কন/বার্তা/04/23

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

সাংবাদিক জিয়া চৌধুরীর বাবা মাহাবুবের রহমান আর বেঁচে নেই

রামগতিতে আদালতের স্থিতাবস্থা মানছেন না অবৈধ ইটভাটার মালিকপক্ষ

গরমের শুরুতে রামগতিতে ভয়াবহ লোডশেডিং, ভোগান্তিতে উপকূলের গ্রাহক

রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ পরিবারের বসতঘর পুড়ে ছাই

কমলনগরে চার্টার্ড লাইফের মৃত্যু বীমা দাবি চেক হস্তান্তর

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com