নিজস্ব প্রতিবেদক: উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের ঈদ বাজারে ভারতীয় পোশাকের দাপটে কোণঠাসা হয়ে যাচ্ছে দেশীয় পোশাক শিল্প। প্রতিবারের মতো এবারো জেলার ঈদের বাজারগুলোতে ভারতীয় বিভিন্ন সিরিয়াল ও সিনেমার নায়িকাদের পোশাকের আধিপত্য লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের ধারণা এ অঞ্চলের
নারী ক্রেতাদের মধ্যে ভারতীয় টেলিভিশন সিরিয়ালের আসক্তির কারণেই মূলত বাংলাদেশী পুরো পোশাক শিল্প ভারতের দখলে চলে যাচ্ছে।
সিরিয়ালের চরিত্রের নামকরণের পোশাকের ব্যাপক চাহিদা রয়েছে এবার । তাইতো ঈদ বাজারে ক্রেতাদের চাহিদা মেটাতে পোশাক ব্যবসায়ীরা বৈধ, অবৈধ পথে আমদানি করছে ভারতীয় পোশাক। জেলা শহরসহ চন্দ্রগঞ্জ,রামগঞ্জ,রায়পুরের বিপণিবিতানগুলোতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে কেনাকাটার ধুম।
ভারতীয় সিরিয়ালে প্রভাবিত হয়ে এদেশের তরুণ তরুণী থেকে শুরু করে প্রায় সকল বয়সের মানুষ ঝুঁকছেন ভারতীয় পোশাকের দিকে। পাশাপাশি এ সকল ভারতীয় সিরিয়াল বা সিনেমার নায়িকাদের পোশাকের বায়না ধরে পূরণ না করায় ইতোমধ্যে রামগঞ্জে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এক কিশোরী।
গতবারের ঈদের বাজার ভারতীয় সিরিয়াল ‘বোঝে না সে বোঝেনা সিরিয়ালের পাখি পোশাকটি একচেটিয়া ঈদের বাজার দখল করে রাখলেও এবার ঈদের বাজারে যুক্ত হয়েছে কিরণমালা ও কটকটি।
বিপণিবিতান ঘুরে দেখা গেছে ঈদের কেনাকাটায় জেলার বিভিন্ন উপজেলার নারী ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে ভারতীয় টিভি সিরিয়ালের নাম ও চরিত্রের নামকরণের পোশাক। বিভিন্ন বিপণনকেন্দ্রে মেয়েদের কিরণমালা নামের এ পোশাকটি। কিরণমালা, কোজাগিরি, রায়কিশোরী, জলপরী, ঝিনুকমালা থ্রিপিস ও শাড়ি, থান কাপড়, শার্ট, ইমিটেশন সামগ্রী, নরেন্দ্র মোদি কাপড়ের পাঞ্জাবি, শিশুদের পোশাক মোটুপাতলু, ডরিমন, সুপারম্যান বাহারি সব নামের পোশাক নজর কাড়ছে ক্রেতাদের।
টিভি সিরিয়ালের বদৌলতে ঈদ বাজারে শাড়ির ক্ষেত্রেও ভারতের দাপট বজায় আছে। রেশম কা জরি, ঝিলিক, রাধিকা, ওহ লায়লা, তিসমার খান, জারা জারা, আয়শা টাকিয়া, দিল দো কলি, বধূয়া, অন্তরা ইত্যাদি নামের ভারতীয় শাড়ির মধ্যে পাথর আর চুমকির কারুকাজ করা গাঢ় রঙের শাড়িতে শহরের দোকানগুলো ভরে গেছে।
এবারের ঈদ বাজারের ছেলের নতুন চমক নরেন্দ্র মোদি পাঞ্জাবি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামকরণের সিট কাপড় লক্ষ্মীপুরের তরুণ থেকে মধ্যবয়সীদের ঈদ বাজারের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। আর বিক্রেতারা এ কাপড়ের দাম হাঁকাচ্ছেন প্রতি গজ ৫০০ টাকা।
চক বাজারে কথা হয় কমলনগর থেকে আসা ব্যবসায়ী রাজুর বলেন, দেশের পোশাক শিল্পে ভারতীয় চ্যানেল বড় রকমের ধাক্কা। তার মতে, দেশীয় ব্যবসার স্বাথে
ভারতীয় এ সকল চ্যানেল এদেশে বন্ধ করা হোক।
0Share