জাহের গত ৪ মাস আগে ঢাকায় থেকে লক্ষ্মীপুরে এসে কাপড় দোকান চালু করেছেন। কিন্ত ১৪ এপ্রিল থেকে লকডাউনের কারণে মালামাল আনা নেওয়া করা গেলেও বাস বন্ধ। তাই নতুন কোন মালামাল ক্রয় বিক্রয় বন্ধ। কারণ মাল ক্রয়ের জন্য ঢাকায় আসা যাওয়া করা যায় না। এরই মাঝে আসন্ন ঈদ। তাই একই এলাকার কয়েকজন ব্যবসায়ী প্রতিজন ১ হাজার টাকা ভাড়া হারে ৪-৫দিন আগে প্রাইভেট যোগে ঢাকায় যায় মাল ক্রয়ের জন্য।
মাল ক্রয় করার পর এবার আবার লক্ষ্মীপুর ফেরার পালা। এর মাঝে অন্য এক ব্যবসায়ী জানায়, তারা ভিন্ন রুটে কম সময়ে ঢাকায় থেকে লক্ষ্মীপুর আসা যাওয়া করছে। সেরুটে ঢাকা থেকে একেবারে লক্ষ্মীপুর পর্যন্ত সিএনজি চালিত অটোরিকসায় চার ঘন্টায় আসা যাওয়া করা যায়।
ব্যবসায়ী জাহের, নিজাম এবং জয়নাল জানায় লক্ষ্মীপুর থেকে রামগঞ্জে সিএনজি ৭০ টাকা, রামগঞ্জ থেকে চাঁদপুরের হাজীগঞ্জ ৬০ টাকা, হাজীগঞ্জ থেকে কুমিল্লার গৌরিপুর ১৫০ টাকা আর গৌরিপুর থেকে ১৫০ টাকা ব্যয়ে সরাসরি ঢাকায় পৌঁছা যায়। এতে সবমিলে মোট ভাড়া লাগে ৪৩০ টাকা। আর সময় লাগে সর্বোচ্চ ৪ ঘন্টা।
ঢাকা কলেজের ছাত্র রহমান পাটোয়ারি জানান, এভাবে সিএনজি যোগে আসা কিছুটা বিপদজনক। কিন্ত লকডাউনের নাম বাস বন্ধ থাকলে এভাবেই অনেকে আসা-যাওয়া করছে।
অন্যদিকে মাইক্রোবাসের চালক ফরিদ জানায়, তারা এখন বেশির ভাগ সময়ই এ রুটে ঢাকা-লক্ষ্মীপুর আসা যাওয়া করছে। এতে অল্প সময়ে আসা যাওয়া করা যায়।
0Share