লক্ষ্মীপুরের রায়পুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া উপজেলার চর মোহনা ইউনিয়নে দক্ষিণ রায়পুর গ্রামে এক কিশোরী এবং এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি৷
রায়পুর থানা সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরকাছিয়া গ্রামের মিজি বাড়ির আব্দুল আজিজ (২৫) নামে এক যুবকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে ওই যুবক টুনুরচরে কাজ করতে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে। এতে মিয়ারহাট নয়াদাগ মসজিদের পাশে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তিনি ওই এলাকার হোসেন আলীর ছেলে এবং পেশায় একজন কৃষক। খবর পেয়ে হাজীমারার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান।
এদিকে, উপজেলার চরমোহনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রায়পুর গ্রামের পুরাতন দর্জি বাড়িতে ফাতেমাতুজ জোহরা ওরফে স্মৃতি (১৭) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে ওই বাড়ির মো. শহীদুল্লাহ ও নাসরিন আক্তারের মেয়ে। পুলিশ জানায়, মঙ্গলবার (১৫ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে তাদের চৌচালা টিনের বসত ঘরের শয়নকক্ষে আড়ার সঙ্গে উড়না পেছিয়ে গলায় ফাঁস দেন ওই কিশোরী। খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
অন্যদিকে, একই ইউনিয়নের একই গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের দর্জি বাড়ির মোঃ বাবুল মিয়ার ছেলে সাহাব উদ্দিন (৩০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মঙ্গলবার (১৫ জুন) সকাল ৭ টার দিকে সাহাব উদ্দিন তাদের বাড়ির পাশের একটি সুপারী বাগানে গিয়ে আম গাছের সাথে রাবারের দড়ি ঝুলিয়ে গলায় ফাঁস দেয়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বাংলানিউজকে তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলগুলোতে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহের সুরতহাল তৈরী করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
0Share