লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নে ভয়াবহ অগ্নিকান্ডে আসবাবপত্রসহ একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলা চরগাজী ইউনিয়নে মোহাম্মদপুর এলাকার রিক্সা চালক আব্দুল আজিজ মিয়ার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস আসার আগেই মুহুর্তে আগুনের লেলিহান শিখা বসত ঘরের সবকিছু ভস্মিভুত হয়ে যায়। এতে নগদ অর্থ, সকল আসবাবপত্র, খাদ্যসামগ্রী এবং প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বৈদ্যুতিক শর্ট সার্কেট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানান বাড়ির লোকজন।
ক্ষতিগ্রস্ত রিক্সা চালক আব্দুল আজিজ বলেন, আগুনে মাথা গোজার একমাত্র বসতঘর এবং কিছু নগদ অর্থসহ শেষ সম্বল সবকিছু আগুনে পুড়ে তিনি এখন নিঃস্ব হয়ে গেছেন।পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। সমাজের বিত্তবানদের সহযোগিতা না পেলে আমি চলবো কেমনে কিছুেই বুঝতে পারছি না। সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।
মিসু সাহা নিক্কন/বার্তা-12-23
0Share