লক্ষ্মীপুর প্রতিনিধি | লক্ষ্মীপুরের রামগতিতে একইদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুলাই) সকালে ও দুপুরে উপজেলার চরগাজী, চর আলগী ইউনিয়ন ও পৌর এলাকায় পৃথক তিন স্থানে এ ঘটনা ঘটে। এদের বয়স দুই থেকে তিন বছরের মধ্যে।
এদিন নাহিদ নামে দেড় বছর বয়সী আরও এক শিশু পানিতে ডুবে যায়। সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত তিন শিশুর মধ্যে দু’জনকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। বাকী একজন বাড়িতেই মারা যায়।
নিহতের তিন শিশুর মধ্যে এক শিশুর নাম দুর্জয় (২)। সে চরগাজী ইউনিয়নের টুমচর গ্রামের ১ নম্বর ওয়ার্ডের ওয়াপদা বেড়িবাঁধের বাসিন্দা সুশীল চন্দ্র দাসের ছেলে।
নিহত আরেক শিশুর নাম আবদুল্লা (২)। সে পৌরসভার নুরিয়া মাদরাসা এলাকার নুর নবীর ছেলে। নিহত আরেক শিশু নাম ফাতেমা (৩)। সে চর আলগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবুল কালামের মেয়ে।
চরগাজী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য শিশু দুর্জয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু দুর্জয়ের পরিবারের সদস্যরা দুপুরের খাবারে ব্যস্ত ছিল। এ ফাঁকে সকলের অগোচরে শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুজি করে তাকে পানিতে পাওয়া যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
চরআলগী ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন লিটন চৌধুরী বলেন, সকালের দিকে পানিতে ডুবে ফাতেমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, হাসপাতালে পানিতে পড়া তিন শিশুকে আনা হয়েছে। এদের মধ্যে দুইজন মারা গেছে। একজন চিকিৎসাধীন রয়েছে।
0Share