লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদী থেকে অজ্ঞাত এক নারীর (২৫) লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
রবিবার (১লা জুন) বেলা ১১টার দিকে উপজেলার চর রমিজ ইউনিয়নের ওচখালী এলাকার মেঘনা নদীর পাড় থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। এরআগে নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশে খবর দেয়। খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি:) সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মেঘনা নদীতে ভাসমান লাশ দেখে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। লাশটি মায়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
0Share