সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
দুই মাসের ব্যবধানে লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে ফের সিলিন্ডার বিস্ফোরণ: নিহত-২

দুই মাসের ব্যবধানে লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে ফের সিলিন্ডার বিস্ফোরণ: নিহত-২

দুই মাসের ব্যবধানে লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে ফের সিলিন্ডার বিস্ফোরণ: নিহত-২

জুনায়েদ আহমেদ | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর

লক্ষ্মীপুর: দুই মাসের ব্যবধানে লক্ষ্মীপুর পৌর শহরের একটি ফিলিং স্টেশনে গ্যাস নিতে গিয়ে বাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দু্ইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করছে জেলা প্রশাসন। বুধবার ভোর ৪টার দিকে শহরের গ্রীনলীফ ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। প্রায় দুই মাস আগেও এই স্টেশনে অন্য একটি বাসে একই ধরনের দুর্ঘটনা ঘটে। সে সময় তিনজনের প্রাণহানি ঘটে, আহত হন ২০ জন।

নিহতেরা হলেন, পৌরসভার সাহাপুর এলাকার জাকির হোসেনের ছেলে আবুল কালাম (২২) ও রামগতির চরসীতা এলাকার সাহাবুদ্দিনের ছেলে রুবেল হোসেন (৩৯)। গুরুতর আহত অবস্থায় এখনো দুজন নোয়াখালী ও একজন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে ১৪ অক্টোবর রাতে এই গ্যাস পাম্পে মেঘনা পরিবহন নামে একটি বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তিনজন নিহত ও ১২ জন আহত হন। গত দুই মাসে এই গ্যাস পাম্পে দুটি দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার ভোররাত পৌনে চারটার দিকে আল মদিনা পরিবহন নামে একটি বাস গ্রীনলীফ ফিলিং স্টেশনে গ্যাস নিতে যায়। এ সময় বাসে গ্যাস দেওয়ার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়। পরে চারদিকে ধোঁয়াচ্ছন্ন হয়ে গেলে স্টেশনে থাকা সিএনজি চালকেরা ছোটাছুটি করে। এ সময় পাম্পের পাশে থাকা রংমিস্ত্রি আবুল কালাম ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহতদের উদ্ধার করে নোয়াখালী নেওয়ার পথে মারা যান বাসচালক রুবেল হোসেন। আবুল হোসেন, নাইম উদ্দিন ও হোসেন আহমেদ নামে তিনজন গুরুতর আহত হয়।এ দিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার ও পুলিশ সুপার আক্তার হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে আহত ও নিহত দুজনের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক।

স্থানীয় বাসিন্দারা জানায়, ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার ব্যবহার করার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে। সিলিন্ডারের মান যাচাই-বাছাই না করে, ভুয়া কাগজপত্র তৈরি করে গ্যাস দেওয়া হচ্ছে। কোনো নিয়মকানুন মানা হচ্ছে না।একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত পরিবহন চালকসহ এলাকাবাসী। দুই মাসের ব্যবধানে একই স্টেশনে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় কোনোভাবে দায় এড়াতে পারে না প্রশাসন ও গ্যাস পাম্প কর্তৃপক্ষ। 

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আক্তার হোসেন বলেন,

‘এর আগের ঘটনার তদন্ত মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের সিলিন্ডারের সত্যতা মিলছে। সে অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হচ্ছে। দুই মাসের ব্যবধানে একই স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পাশাপাশি সড়কে যেন কোনো ধরনের ফিটনেসবিহীন পরিবহন ও মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে না পারে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন,

‘গ্যাস সিলিন্ডারটি মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। ওই কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার  বলেন,

‘গ্যাস সিলিন্ডারের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে একজন মারা যায়। তিনজন আহত হয়। তবে বাসের গ্যাস সিলিন্ডারটি মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আহতদের মধ্যে দুজনের পা ও একজনের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ ও নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।’

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর:  এসইউএস/১১ ডিসেম্বর ২০২৪

 

দুঃসংবাদ আরও সংবাদ

রামগতির মেঘনায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে একইদিনে পৃথক স্থানে পানিতে ডুবে প্রাণ হারালো তিন শিশু

সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজানের মা আর নেই

লাখোকন্ঠ সম্পাদক ফরিদ আহমেদ বাঙ্গালীর পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষতি

রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে রিক্সাচালকের বসতঘর পুড়ে ছাই!

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com