সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের সাবেক এমপি নাজিম উদ্দিন আর নেই

লক্ষ্মীপুরের সাবেক এমপি নাজিম উদ্দিন আর নেই

লক্ষ্মীপুরের সাবেক এমপি নাজিম উদ্দিন আর নেই

নিজস্ব প্রতিবেদক||লক্ষ্মীপুরটোয়েন্টিফোর

লক্ষ্মীপুর ১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আহমেদ (৭০) আর নেই। গতকাল সোমবার রাত ১২টার দিকে রাজধানীর বনানী এলাকার বাসভবনে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও নাজিম উদ্দিন আহমেদের ভাতিজা হাসিবুল সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২০ ফেব্রুয়ারি জেলা আউটডোর স্টেডিয়াম মাঠে লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন নাজিম উদ্দিন আহমেদ। সেদিনও তিনি অসুস্থ ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন।

নাজিম উদ্দিন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার এবং ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।

নাজিম উদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি বলেন, মৃত্যুর আগপর্যন্ত নাজিম উদ্দিন আহমেদ বিএনপির নিবেদিতপ্রাণ একজন কর্মী ছিলেন। তাঁর মৃত্যুতে বিএনপি একজন বর্ষীয়ান রাজনীতিবিদকে হারাল।

পারিবারিক সূত্র জানায়, ১৯৬৮ সালে লক্ষ্মীপুরর রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের ভাদুর মিয়াবাড়িতে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে নাজিম জন্মগ্রহণ করেন। তিনি রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ মঙ্গলবার বেলা ২টায় রামগঞ্জ সরকারি কলেজ মাঠ ও বেলা আড়াইটায় নিজ গ্রামের বাদুর উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।

দুঃসংবাদ আরও সংবাদ

রামগতিতে জ্বালানি তেল ও সিলিন্ডার গ্যাসের আগুনে ২০ দোকান ভষ্মিভূত

লক্ষ্মীপুরে ড্রামট্রাকের চাপায় প্রাণ গেল দুই জনের, আহত এক

মাছ কিনে বাড়ি ফেরা হলো না ফয়সালের

কমলনগরে ট্রাক্টরট্রলির চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু 

দুই মাসের ব্যবধানে লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে ফের সিলিন্ডার বিস্ফোরণ: নিহত-২

রামগতির মেঘনায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com