নিজেস্ব প্রতিবেদক|| লক্ষ্মীপুরটোয়েন্টিফোর:
প্রবাস ফেরত যুবককে নিয়ে ঢাকা থেকে লক্ষ্মীপুরের নিজ বাড়িতে যাওয়ার পথে একটি মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের সাত জন নিহত হয়েছেন।
বুধবার (৬ আগষ্ট) ভোরে লক্ষ্মীপুর জেলার সীমান্তবর্তী এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব জগদীশপুর গ্রামে লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কে এ মর্মান্তিক এ ঘটনা ঘটে। দূর্ঘটনা এলাকা থেকে সামান্য দূরেই ছিল প্রবাস ফেরত যুবকের বাড়ি।
এ সময় মাইক্রোবাসটির ভেতরে থাকা সাতজন নিহত হয়েছেন। তবে প্রবাস ফেরত যুবক বাহার, তার শ্বশুর ইস্কান্দার মির্জা এবং মাইক্রোবাস চালকসহ ৫ জন বের হতে সক্ষম হন। নিহত ব্যক্তিরা হলেন প্রবাসীর মা মুর্শিদা (৫০), স্ত্রী কবিতা (২৫), মেয়ে মীম (২), ভাইয়ের মেয়ে রেশমী (৯), লামিয়া আক্তার (৮), ছোট ভাইয়ের স্ত্রী লাবনী (২৫) এবং প্রবাসীর নানী ফয়জুন নেসা (৭০) । নিহতরা সকলেই লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামের বাসিন্দা।
দূর্ঘটনায় মৃত্যুর হাত থেকে বেচেঁ যাওয়া প্রবাসীর শ্বশুর ইস্কান্দার মির্জা বলেন, চালক তাদেরকে বহন করে ঢাকা থেকে ফেনী হয়ে লক্ষ্মীপুর ফিরছিলেন। পথে চালক গাড়ি চালানো অবস্থায় ঘুম পাচ্ছিলেন। এসময় আমি তাকে রাস্তার পাশে কোন বাজারে গাড়ি বন্ধ রেখে ঘুমাতে অনুরোধ করি। তিনি একটি বাজারে কিছুক্ষণ থেমেও ছিল । কিন্ত কিছুক্ষণ পর গাড়িতে উঠেই আবার চালাতে লাগলেন। তখনও তার চোখে ঘুম ছিল। আমি তাকে বার বার নিষেধ করা সত্ত্বেও সে শুনেনি। পরে ঘটনাস্থলে এসেই মাইক্রোবাসটি রাস্তার পাশে খালে নামিয়ে দেয়। এসময় আমি, মাইক্রো চালক এবং প্রবাস ফেরত জামাই বের হয়ে যাই। কিন্ত রাতের কারণে আমাদের চিৎকার কেউ শুনেনি। ২ ঘন্টা আমরা পানিতে ছিলাম । পরে ভোরে কেউ একজন ফায়ার সাভির্সে খবর দিলে ভোর ৬ টার দিকে ফায়ার সার্ভিস এসে ৭টি মৃত দেহ উদ্ধার করে।
উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামে গিয়ে দেখা গেছে গ্রামের শতশত মানুষ ওই প্রবাসীর বাড়িতে ভীড় করছে। পুরো গ্রাম এমন শোকের খবরে মর্মাহত হয়ে গেছে।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা ণিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। ওমান ফেরত ওই প্রবাসীকে নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরার পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। হতাহত ব্যক্তিদের পরিবারের অভিযোগের আলোকে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
132Share