নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে একজন দরিদ্র পরিবহন শ্রমিকের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার ( ৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সুলতান বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ মানিক ড্রাইভার ওই বাড়ির সুলতান ব্যাপারীর ছেলে।
স্থানীয় ভাবে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ঘরের বৈদ্যুতিক মিটার থেকে হঠাৎ করে শর্ট সার্কিট হয়। এসময় পুরো ঘরে আগুন লেগে যায়। পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসলেও বিদ্যুতের ভয়ে কেউ আগুন নেভাতে সাহস করেনি। ততক্ষণে পুরো ঘরের মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
ওই বাড়ির বাসিন্দা ও সদর উপজেলার ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজাদ হোসেন মেরাজ বলেন, এলাকাটি দূর্গম হওয়ায় সেখানে ফায়ার সার্ভিস ও পৌঁছেনি। স্থানীয় এলাকা বাসী বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। কিন্ত এর মাঝে ঘরসহ মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্থ ও শারীরিক প্রতিবন্ধী মানিক বলেন, ড্রাইভিং করতে গিয়ে কয়েক বছর আগে আঙ্গুল হারিয়ে প্রতিবন্ধী হই। কোন রকম সংসার চলতো। কিন্ত আগুনে ঘরসহ সকল মালামাল পুড়ে গেছে । এখন খোলা আকাশের নিচে থাকতে হবে। এজন্য তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন।
0Share