লক্ষ্মীপুরের রামগতিতে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় মোঃ আরাফি (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরগাজী ইউনিয়নের তাহের মার্কেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় মুহাম্মদ মির্জা নাজিম জানান, শিশুটি রাস্তা পার হওয়ার সময় তাকে বাঁচতে গেলে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে তার উপর পড়ে যায়। ঘটনাস্থলেই ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় তার মৃত্যু ঘটে। নানা বাড়িতে বেড়াতে এসেছে।
নিহত মোঃ আরাফি উপজেলার চর আফজল গ্রামের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা হেলাল উদ্দিনের নাতি এবং নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার একরামনগর এলাকার বাসিন্দা আব্দুল হান্নানের ছেলে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
0Share