সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
বিভাগের দাবীতে ঐক্যবদ্ধ বৃহত্তর নোয়াখালী, মানববন্ধন, বিক্ষোভ মিছিল

বিভাগের দাবীতে ঐক্যবদ্ধ বৃহত্তর নোয়াখালী, মানববন্ধন, বিক্ষোভ মিছিল

বিভাগের দাবীতে ঐক্যবদ্ধ বৃহত্তর নোয়াখালী, মানববন্ধন, বিক্ষোভ মিছিল

১৯ ফেব্রুয়ারি নোয়াখালী বিভাগের দাবীতে নোয়াখালী শহীদ মিনারে মানববন্ধন, ডি.সি. অফিস অভিমুখে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান।বিভাগের দাবীতে অাবার উত্তাল হবে নোয়াখালী। “কুমিল্লা নয় নোয়াখালী বিভাগ চাই” এই স্লোগানে মুখরিত হবে নোয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার। অালহামদুলিল্লাহ অাপনাদের দোয়া ও সহযোগীতায় সব জল্পনা কল্পনা পার করে অবশেষে অামরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের এর অায়োজন করেছি।

অাগামী ১৯ ফেব্রুয়ারি ২০১৭ রোজ রবিবার সকাল ১০:০০ ঘটিকায় নোয়াখালী বিভাগ বাস্তবায়ন ঐক্যমঞ্চের উদ্যোগে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবীতে মানববন্ধন এর অায়োজন করা হয়েছে। বিভাগের যোগ্য দাবীদার নোয়াখালীকে বাদ দিয়ে সরকার কুমিল্লাকে বিভাগ ঘোষনার জন্য মনোনীত করায় বিক্ষোভ মিছিলেরও অায়োজন করা হয়েছে। একই সাথে অামরা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর নোয়াখালীকে বিভাগ ঘোষনার দাবীতে বিভিন্ন যুক্তি উপস্থাপন করে স্মারকলিপি প্রদান করব। গতবছর নোয়াখালী তে অায়োজিত মানববন্ধন এ নোয়াখালীবাসীদের ঢল নেমেছিল। তাই এবার অামরা অারো বেশী মানুষ অাশা করছি। কেননা এবার অামাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এতদিন অামাদের মাথার উপর তেমন চাপ ছিলনা, কিন্তু সম্প্রতি সরকার কুমিল্লাকে বিভাগ ঘোষনার জন্য মনোনীত করেছেন। যা নোয়াখালীবাসীর জন্য চরম চাপ সৃষ্টি করেছে। নোয়াখালীর মানুষের এতদিনের স্বপ্ন, অাশা-অাকাঙ্ক্ষা ধংস হতে চলেছে। কিন্তু অামরা নোয়াখালীবাসী কখনই সরকারের এই অযৌক্তিক সিদ্ধান্ত মেনে নেবনা। অামরা সরকারের কাছে অামাদের ন্যায্য অধিকার অাদায়ের জন্য যুক্তিগুলো তুলে ধরব। অামরা চাই কুমিল্লারর অধীনে নয়, ইতিহাস ঐতিহ্যের নোয়াখালীকে অালাদা বিভাগ ঘোষনা করা হোক।

অাপনারা এতদিন অামাদের অান্দোলনের ডাক দিতে বলেছেন। এখন অামরা অান্দোলনের ডাক দিয়েছি। এখন অাপনাদের উপস্থিতিই পারে ইতিহাস তৈরী করার মানববন্ধনটি সফল করতে। মনে রাখবেন সময় অার বেশি নাই। এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের পর অামরা অারও তীব্র অান্দোলনে যাব। কেননা কুমিল্লা বিভাগ প্রায় হতে চলেছে, শুধু অানুষ্ঠানিক ঘোষনার বাকি। তাই এখনই অামাদের এর বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। এখনকার একটু সময় নোয়াখালীর জন্য ব্যায় করুন, তাহলে বাকীজীবন নোয়াখালী বিভাগের সুফল ভোগ করতে পারবেন। কিন্তু এখন সোচ্চার না হলে সারাজীবন কুমিল্লার অধীনেই থাকতে হবে। তাই সকল নোয়াখালীবাসীর প্রতি অনুরোধ অাপনারা যার যার অবস্থান থেকে এসে মানববন্ধন সফল করুন। ১৯ ডিসেম্বর সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ১ ঘন্টা সময় নোয়াখালীর জন্য ব্যয় করুন। অাপনার ১ ঘন্টা সময়ই পারে মানববন্ধন কে চাঙ্গা করতে। অার একটি সফল মানববন্ধন কর্মসূচিই পারে একটি ইতিহাস তৈরী করতে। তাই অার দেরী নয়, সময় এখন রাজপথে নামার। ফেসবুকে এতদিন অামাদের দাবীদবা নিয়ে অনেকেই উৎসাহ দিয়েছেন। তাই এখন মাঠে কাজ করুন। অামরা অাপনার উপস্থিতির অাশায় থাকলাম। অাপনাদের সক্রিয় উপস্থিতি ও অবস্থান ই অামাদের পরবর্তী অান্দোলনের সাহস ও প্রেরনা যোগাবে।

নোয়াখালীর সকল সংবাদকর্মী ভাইদের দৃষ্টি অাকর্ষন করে বলছি দয়া করে উক্ত অান্দোলন কর্মসূচীর খবর সংগ্রহ করে অাপনারা কর্মরত থাকা মিডিয়ায় প্রকাশ করবেন। এতে সরকারের দৃষ্টি অাকর্ষন হবে।

নিজাম উদ্দিন
নোয়াখালী বিভাগ বাস্তবায়ন ঐক্যমঞ্চ।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

দুষ্কৃতিকারীরা বিভিন্ন জায়গায় অঘটন ঘটাচ্ছে, কিন্তু ধরা পড়ছে না কেন? লক্ষ্মীপুরে রিজভী

কে এই বিপ্লবী ওসমান হাদি ?

চিকিৎসার জন্য মেজর মান্নানের বিদেশ যাওয়ার সুযোগ দিতে হাইকোর্টের নির্দেশ

রিয়াদে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী সাংবাদিক ফোরামের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময় সভা

জাতীয় নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মানবতাবিরোধী অপরাধে হাসিনার ফাঁসির আদেশ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com